চট্টগ্রামের ফটিকছড়ি থেকে অপহৃত এক কিশোরীকে নগরী থেকে উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে খুলশি থানার জিইসি মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন– ফটিকছড়ি থানার হাইদচকিয়া এলাকার মাহাবুল আলমের ছেলে মিনহাজুল আলম রাহী (১৯) ও মিরাজুল আলম (৩৩)।
মেয়েকে উদ্ধারের জন্য কিশোরীর মা র্যাবের কাছে লিখিত অভিযোগ করেন। অপহৃত কিশোরী ফটিকছড়ির একটি স্কুল থেকে এসএসসি পাশ করেছে।
র্যাব–৭–এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খুলশী থানার জিইসি মোড় এলাকা থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার ও দুই যুবককে গ্রেফতার করা হয়। তাদের ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।দি সাপ্তাহিক আলোর ফোয়ারা