পটুয়াখালীর কলাপাড়ায় দীর্ঘ দিন ধরে প্রভাবশালীদের দখলে থাকা একাধিক খাল দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (৪ আগস্ট) বিকালে উপজেলার মহিপুর ইউনিয়নে সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ অভিযান পরিচালনা করেন।
সরেজমিনে জানা যায়, মহিপুর ইউনিয়নের ৬টি খালের বিভিন্ন স্থানে বাঁধ দিয়ে দীর্ঘ ৪৫ বছর ধরে মাছ চাষ করে আসছে স্থানীয় প্রভাবশালী একটি মহল। ফলে পানি নিষ্কাশনসহ নানা কারণে বিপাকে পড়েছেন ওই ইউনিয়নের কৃষক।
ভুক্তভোগী কৃষকরা জানান, বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে বিভিন্ন সময় লাঞ্ছনার শিকার হতে হয়েছে। এ ভয়ে কেউ মুখ খুলেনি।
এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে বৃহস্পতিবার (৩ আগস্ট) জেলা প্রশাসক বরাবর মহিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান সালাম আকন ও তার ছেলে নাহিদ আকনের দখলে থাকা সেসব খাল মুক্ত করার জন্য একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগ দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই খাল উদ্ধারে নড়েচড়ে বসে প্রশাসন।
কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের সত্যতা দেখতে সরেজমিনে গিয়ে খাল দখলের প্রমাণ পেয়েছি। খালগুলোর বিভিন্ন স্থানের অস্থায়ী বাঁধ এবং শতাধিক নিষিদ্ধ জাল অবমুক্ত করে দিয়েছি। স্থায়ী বাঁধগুলো অচিরেই দখলমুক্ত করে খালগুলোকে পুরনো রূপে ফিরিয়ে দেওয়া হবে।