হরিরামপুরে সাপের দংশনে অয়ন শীল (৮) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার আন্ধারমানিক গ্রামে এ ঘটনা ঘটে। অয়ন শীল আন্ধারমানিক গ্রামের চন্ডী শীলের ছেলে ও উজান বয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
হরিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে অয়ন শীল বাড়ির উঠানে খেলা করার সময় সাপ দংশন করে। পরে পরিবারের লোকজনসহ স্থানীয়রা ওঝার কাছে নিয়ে যান। তাতে কোনো কাজ না হওয়ায় কিছু সময় পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এন্টিভেনাম না থাকায় অয়ন শীলকে জেলা শহরে অবস্থিত কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়; কিন্তু পরিবারের পক্ষ থেকে হাসপাতালে না নিয়ে আবারো ওঝার কাছে নিয়ে যায়।
পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেখান থেকে কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দি সাপ্তাহিক আলোর ফোয়ারা