মঙ্গলবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দরে ব্যবস্থাপক মোর্তুজা হাসান। তাকে সন্ধ্যায় কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হলে গ্রেফতার দেখানো হয়।
আটক যাত্রী রাজিবুল হাসান কোবাদ (৩৩) রাজবাড়ী জেলা সদরের চর শ্যামনগর এলাকার জাহিদ হোসেনের ছেলে। বিশেষ কায়দায় নিয়ে যাবার কালে তার কাছ হতে এক হাজার ৭৪০ পিস ইয়াবা জব্দ হয়।
কক্সবাজার সদর থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, বিকেলের ফ্লাইটে ঢাকা গামী যাত্রী রাজিবুল হাসান কক্সবাজার বিমানবন্দরের ডিপারচার লাউঞ্জে প্রবেশকালে সন্দেহ হলে তল্লাশি করা হয়। এসময় তার পায়ে থাকা কালো রংয়ের জুতায় (কেডস্) বিশেষ কায়দায় লুকানো ইয়াবা মিলে। পরে তা গুনে এক হাজার ৭৪০ পিস পাওয়া যায়। সবার সামনে জব্দ তালিকা মূলে তা জব্দ করে তাকে সদর থানায় সোপর্দ করে বিমানবন্দর কর্তৃপক্ষ। এ ঘটনায় মামলা হয়েছে।
দি সাপ্তাহিক আলোর ফোয়ারা