শুক্রবার রাত রাড়ে ৮টার দিকে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা-ধুপনি সড়কের কালিয়ার ছিড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দীপ্ত দেব সুন্দরগঞ্জ উপজেলার ছাপরহাটি ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের লুটু চাকির নাতি। সে নানার বাড়ি থেকে লেখাপড়া করছিল।
স্থানীয়রা জানায়, দীপ্ত এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে। এ আনন্দে মোটরসাইকেল চালিয়ে ধুবনি
এলাকার দিকে যাচ্ছিল সে। পথে কালিয়ার ছিড়া এলাকায় পৌঁছালে একটি অটোরিকশার
ধাক্কায় সে সড়কে ছিটকে পড়ে। এ সময় ঘটনাস্থলেই প্রাণ হারায় দীপ্ত।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ওসি কে এম আজমিরুজ্জামান জানান, মেধাবী ওই ছাত্রের অকাল মৃত্যু খুবই দুঃখজনক।
দি সাপ্তাহিক আলোর ফোয়ারা