মেহেরপুরের গাংনী উপজেলায় গাছ থেকে পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল ১১টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার হিন্দা গ্রামে এ ঘটনা ঘটে ।
ওই স্কুলছাত্রের নাম হাসিবুল ইসলাম (১৪)। সে উপজেলার হিন্দা গ্রামের ছহিরউদ্দীনের ছেলে এবং স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, রান্নার জন্য শুকনা ডাল ভাঙতে বাড়ির পাশের একটি আমগাছে উঠে হাসিবুল। এ সময় সে গাছের ডাল ভেঙে পড়ে গুরুতর আহত হয়। পরিবারের লোকজন খবর পেয়ে তাড়াতাড়ি তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে পাঠান। ওই হাসপাতালে যাওয়ার পথে হাসিবুলের মৃত্যু হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে।’দি সাপ্তাহিক আলোর ফোয়ারা