বলিউডে আত্মপ্রকাশের দোরগোড়ায় শানায়া কাপুর। মালয়ালম তারকা মোহনলালের সঙ্গে প্যান ইন্ডিয়ান ছবি ‘ভ্রুষভ’-এর মাধ্যমে অভিষেক হতে চলেছে তাঁর। বলিউডে নয়, সোজা প্যান ইন্ডিয়ান ছবিতে অভিষেক হতে চলেছে বলিউড অভিনেতা সঞ্জয় কাপুরের মেয়ে শানায়া কাপুরের। মালয়ালম তারকা মোহনলালের ছবি ‘ভ্রুষভ’-এর মাধ্যমে ছবির দুনিয়ার হাতেখড়ি হতে চলেছে শানায়ার। মোহনলালের মতো তারকার ছবিতে অভিষেক মুখের কথা নয়, স্বপ্নপূরণ হতে চলেছে সঞ্জয়–কন্যার। ছবির প্রযোজনার দায়িত্বে থাকছেন করণ জোহরের সংস্থা ‘ধর্ম প্রোডাকশন্স’। এ বার খবর, বড় পর্দার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও পা রাখতে চলেছেন শানায়া। সেই প্রজেক্টের নেপথ্যে থাকছেন করণই। বলিউডে নবীন প্রজন্মের তারকা–সন্তানদের ‘গডফাদার’ হিসাবে পরিচিত করণ। বিনোদন জগতে আলিয়া, বরুণ, জাহ্নবী, অনন্যার মতো তারকা–সন্তানদের হাতেখড়ি করণ জোহর প্রযোজিত ছবির মাধ্যমেই। এর জন্য করণকে কম সমালোচনার মুখেও পড়তে হয়নি। বলিউডের স্বজনপোষণের ধ্বজাধারী তিনি, তাঁর বিরুদ্ধে এই অভিযোগও উঠেছে একাধিক বার। তবে এখন তিনি অনেক পরিমিত কর্ণ, কিছুটা সাবধানীও। নিজের প্রথম ছবিতে মোহনলালের সঙ্গে কাজ করতে চলেছেন শানায়া, এই খবর প্রকাশ্যে আসার পরেই শানায়াকে শুভকামনা জানিয়ে সমাজমাধ্যমের পাতায় একটি পোস্ট করেন করণ । তাতে তাঁকে কম সমালোচনার মুখে পড়তে হয়নি। তবে তাতে দমে যেতে নারাজ তিনি। কর্ণের আশা, মোহনলালের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে নতুন অনেক কিছু শিখতে পারবেন শানায়া।