বাংলাদেশের ক্রিকেটে অন্যতম সেরা একজন ব্যাটার তামিম ইকবাল। আন্তর্জাতিক ক্রিকেটে ৩ ফরম্যাট মিলিয়ে একমাত্র বাংলাদেশী হিসেবে ১৫ হাজার রান করেছেন তিনি। তিনিই কিছুদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ৩৪ বছর বয়সে অবসর নেন। সেই ঘোষণার সময় বারবার কান্নায় ভেঙে পড়েন। তবে পরবর্তীতে মাশরাফি বিন মর্তুজার উদ্যোগে প্রধানমন্ত্রীর নির্দেশে অবসর প্রত্যাহার করেন তামিম। এখন দেড় মাসের ছুটিতে আছেন এ বাঁহাতি ওপেনার। অবশ্য সাবেক অধিনায়ক মাশরাফি বুধবার দাবি করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের ইচ্ছাতেই তামিমকে ডেকে কথা বলেছেন। এ সময় মাশরাফি জানিয়েছেন, এমন একজন পারফর্মার হয়েও তামিমকে এতো দুর্বল দেখে হতাশ হয়েছেন তিনি। সাবেক এ অধিনায়ক আশা প্রকাশ করেন ইনজুরি কাটিয়ে আবার ভালো পারফর্ম করবেন তামিম।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে আসন্ন বিশ্বকাপে ‘মেন্টর’ হিসেবে মাশরাফিকে রাখার অনুরোধ করেন তামিম। কিন্তু এ বিষয়ে মাশরাফি দাবি করেন, মেন্টর দিয়ে কি লাভ হয় এবং তার কাজ কি সেটা জানা নেই তার। বাংলাদেশের ক্রিকেটে অনেক রেকর্ডের মালিক তামিম। আন্তর্জাতিক ক্রিকেটের ৩ ফরম্যাট মিলিয়ে দেশের পক্ষে সর্বাধিক রান ও সেঞ্চুরি তার। এছাড়া তিন ফরম্যাটে একমাত্র সেঞ্চুরিয়ান তিনি। অথচ ৩৪ বছর বয়সেই কিনা অবসর নিয়ে ফেলেন। প্রধানমন্ত্রীর পদক্ষেপে সেই অবসর প্রত্যাহার করেছেন তামিম। বিষয়টি নিয়ে বুধবার মাশরাফি বলেন, ‘একটু ভুল বোঝাবুঝি হচ্ছে। যেটা হয়েছে, প্রধানমন্ত্রী তামিমের সঙ্গে কথা বলতে চেয়েছেন। এটা পুরোপুরি উনার ইচ্ছা ছিল।
উনি তামিমের সঙ্গে কথা বলেছেন। উনি কী বলেছেন সেটা তো ব্যক্তিগতভাবে তামিমের সঙ্গেই কথা হয়েছে। আমি নিশ্চিত যে, ইতিবাচক কথাই হয়েছে। সেই কারণেই তামিম আবার ক্রিকেটে ফিরেছে। এখানে অন্য কাউকে মেশানো ঠিক হবে না।’ তবে মাত্র ৩৪ বছর বয়সে অবসরের সিদ্ধান্ত নেওয়া এবং সেটি নিতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়া তামিমকে দেখে হতাশ হয়েছেন মাশরাফি। তিনি এ বিষয়ে বলেন, ‘আমার কথাটা বলেছি যে ৩৪ বছর বয়স আন্তর্জাতিক ক্রিকেটে পারফর্ম করার সময় অনেকের ক্ষেত্রে। বিরাট কোহলি করছে না পারফর্ম? ওর থেকে বেশি বয়স। ও না খেলার পেছন (অবসর) কারণ কী আমি জানি না। মূল কথা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয় তামিমের ওপর কী গেছে, আমি এর থেকে বেশি বিপর্যস্ত, আমি জানি না তামিম আমার সঙ্গে এত কিছু শেয়ার করেনি। আমি বেশি হতাশ হয়েছি তামিমকে দুর্বল দেখে।’
আপাতত তামিম তার ইনজুরির চিকিৎসা নিচ্ছেন। মাশরাফির আশা ইনজুরি কাটিয়ে আবার ফিরে দুর্দান্ত পারফর্ম করবেন তামিম। মাশরাফি বলেছেন, ‘এই সৌভাগ্য সবার হয় না। ও ১৫ হাজার রান করেছে, দেশের জন্য অনেক কিছু করেছে এটা সত্যি; কিন্তু শেষে এসে একটা সময় কেউ এগুলো মনে রাখবে না। তামিম যে বয়সে আছে, ওর পারফর্ম করার সময়। দেশকে যখন সেরা কিছু এনে দেবে, তখনই যদি সরে যায়; আমি মনে করি শুধু পারিপার্শ্বিকতার চাপই না, তার মানসিকভাবেও শক্ত থাকা উচিত। আমি মনে করি তামিমের শতভাগ ফিট হয়ে আসা উচিত। একই সঙ্গে মানসিক ওরকম প্রস্তুতি থাকা উচিত যে ও পারফর্মার ছিল, পারফর্ম্যান্সই তার হয়ে কথা বলবে।