গৌরীপুরে সাজাপ্রাপ্ত ছেলে মো. নয়ন মিয়াকে মঙ্গলবার থানায় নিয়ে পুলিশে দিলেন মা আয়েশা বেগম। নয়ন উপজেলার মাওহা ইউনিয়নের বৃনহাটা গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে।
জানা যায়, নয়ন মিয়া আদালতের সিআরভুক্ত একটি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি। রোববার মধ্যরাতে পুলিশ দেখে পালিয়ে যাওয়ার সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে আঘাতপ্রাপ্ত হন নয়ন। পরদিন নয়নের পরিবারের সঙ্গে কথা বলেন পরিদর্শক (তদন্ত) ইমরান আল হোসাইন।
মঙ্গলবার মা আয়েশা বেগম ও বোন আঁখি আক্তার নয়ন মিয়াকে থানায় নিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেন।
গৌরীপুর থানার পরিদর্শক (তদন্ত) ইমরান আল হোসাইন বলেন, আসলে আসামি হয়ে পালিয়ে জীবন–যাপন অস্বাভাবিক হয়ে যায়। পালানোর সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারত। তাদের বুঝানোর পর স্বেচ্ছায় নিজের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন মা আয়েশা বেগম।দি সাপ্তাহিক আলোর ফোয়ারা