চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সৈকত এলাকায় সাগরে গোসল করতে নেমে আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
নিখোঁজ শিক্ষার্থীরা হলেন দাওয়া বিভাগের তৃতীয় সেমিস্টারের মোহাম্মদ আলী আহসান ও কোরআনিক সায়েন্স বিভাগের তৃতীয় সেমিস্টারের মো. এনায়েত উল্লাহ। তাঁদের মধ্যে মোহাম্মদ আলী আহসানের বাড়ি কুমিল্লা এবং মো. এনায়েত উল্লাহ কিশোরগঞ্জের ভৈরব এলাকার বাসিন্দা।
রাত ৯টার দিকে সাগর উপকূলে কথা হয় আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের শিক্ষক আবু ফয়সাল মোহাম্মদ শামীম হায়দারের সঙ্গে। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের দাওয়া বিভাগের প্রভাষক। তিনি বলেন, শিক্ষার্থী নিখোঁজের খবর পেয়ে তিনি ছুটে এসেছেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। ডুবুরি দল আসার অপেক্ষায় রয়েছেন। তিনি শিক্ষার্থীদের খুঁজে না পাওয়া পর্যন্ত উপকূলে অপেক্ষা করবেন।
বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী প্রথম আলোকে বলেন, বিকেলে তিন শিক্ষার্থী বাঁশবাড়িয়া সমুদ্রসৈকতে বেড়াতে আসেন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাঁরা সাঁতার কেটে উপকূল থেকে অন্তত ৭০০ মিটার দূরে চলে যান। এরপর তাঁদের আর খুঁজে পাওয়া যায়নি।