রংপুরে এগিয়ে চলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের নির্মাণকাজ। বর্তমানে ৫০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। আগামী বছরের জুনের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন হওয়ার কথা। নভোথিয়েটারটি নির্মাণ হলে রংপুরে বিনোদনের পাশাপাশি শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক উন্নত শিক্ষায় সহায়ক ভূমিকা পালন করবে।
শিক্ষার্থীরা নভোথিয়েটারের মাধ্যমে মহাকাশ বিষয়ক প্রদর্শনী, ৫–ডি এডুটেইনমেন্ট সিমুলেটর, ডিজিটাল এক্সিবিউস গ্যালারি ও ৫–ডি মুভি থিয়েটার সম্পর্কে জানতে পারবে। নভোথিয়েটার–সংলগ্ন শিশুদের জন্য একটি পার্ক, উন্মুক্ত পরিবেশে খেলাধুলার মাঠ থাকবে।
রংপুর সদর উপজেলার দেবীপুর–গংগাহরি মৌজায় রংপুর–দিনাজপুর সড়কের পাশে গিয়ে বঙ্গবন্ধু নভোথিয়েটারের নির্মাণযজ্ঞ দেখা যায়। সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে এই প্ল্যানেটেরিয়ামটি নির্মাণ করছে। নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১২১ কোটি ১৭ লাখ ৬৮ হাজার ১০৯ টাকা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আহম্মেদ রেজা বলেন, সরকার রংপুরের উন্নয়নে অনেক কিছু করছে। এখন নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার আমাদের শিক্ষার্থীদের সবচেয়ে বেশি সহায়ক হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের নির্মাণ প্রকল্পের প্রকৌশলী মনির হুসাইন বলেন, প্রায় ৫০ শতাংশ শেষ হয়েছে। এটি নির্মাণ হচ্ছে বিজ্ঞানমনস্ক শিশু–কিশোরদের মেধা বিকাশের জন্য। এই প্রজন্ম বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার বাস্তবে দেখতে পাবেন। পাঠ্যপুস্তকে এতদিন যা পড়েছে এবং জেনেছে তা বাস্তবে দেখার সুযোগ মিলবে।