নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াহ্ ইয়া ও পরিচালক সালেহ্ আহমদ জাকারিয়া বুধবার (১৯ জুলাই) সকাল থেকে অভিযান শুরু করে। শেষ হয় বিকেল ৫ টায়। অভিযান চলাকালীন নকশা বহির্ভূত ৪টি ভবনে সেটব্যাক ও ভয়েড দখল করে ইমারতের নির্মাণ কাজ করায় তা বন্ধ করে দেওয়া হয়।
মোঃ ইয়াহ্ ইয়া বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক জোন–৬/১) এর সবুজবাগ হক আবাসিক সোসাইটি এলাকায় নকশা বহির্ভূত কয়েকটি বহুতল ভবনের আংশিক অপসারণসহ দুইটি ভবনের মালিককে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। কয়েকটি ভবনের মালিককে সতর্ক করে দেওয়া হয় যাতে তারা পরবর্তীতে নকশা বহির্ভূত ভবন নির্মাণ না করেন।
তিনি আরো বলেন, কিছু কিছু ভবনে মশা লার্ভা শনাক্ত হওয়ায় পর ব্লিচিং পাউডারসহ মশা লার্ভা ধ্বংসকারী ওষুধ ছিটানো হয়।
পরিচালক সালেহ্ আহমদ জাকারিয়া বলেন, আমাদের কাজ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক জোন–৬) এলাকায় রাজউক থেকে নকশা নিয়ে নকশা অনুযায়ী বিল্ডিং নির্মাণ করছে কিনা তা পর্যবেক্ষণ করা। সেইসাথে বিল্ডিং মালিকরা যাতে শৃঙ্খলায় থেকে নির্মাণ কাজে অংশ নেয় সেটা নিশ্চিত করা।
মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অথরাইজড অফিসার জোটন দেবনাথ, প্রধান ইমারত পরিদর্শক ইমরান হোসেন, মঞ্জুরুল আলম, বেলাল হোসেন ও মোঃ মোত্তালিব হোসেন, মোঃ তারিফুর রহমান, মোঃ সাইফুল ইসলাম,মো: ইমরান শেখ, মোঃ জিয়াউদ্দিন,মোঃ কামরুজ্জামান, বিশ্বজিৎ সিংহ, মোঃ রাজিকুল ইসলাম, মোঃ মাজেদুল ইসলাম, মোঃ মিল্লাত হোসেন, রাজউকের অন্যান্য কর্মকর্তারা।