গাজীপুরের শ্রীপুরে আদালতে মামলা ও নিষেধাজ্ঞা অমান্য করে গভীর রাতে বাড়ির লোকজনকে গৃহবন্দি করে শিক্ষক পরিবারের দেড় বিঘা জমি জবরদখলের অভিযোগ পাওয়া গেছে। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয় খালী গ্রামে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ভুক্তভোগীরা হলেন– ওই গ্রামের মৃত আ. মজিদের ছেলে মো. সাদির আলম ও মো. জামাল হক। জামাল হক স্থানীয় উত্তর পেলাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
জামাল হক জানান, উদয়খালী গ্রামে তারা পৈত্রিক সূত্রে তিন বিঘা জমির মালিক। বিরোধপূর্ণ এই জমিটি নিয়ে মামলা চলমান রয়েছে এবং উভয়পক্ষকে স্থিতিশীল অবস্থায় থাকার জন্য কোর্টের নির্দেশনা রয়েছে।
তিনি বলেন, পার্শ্ববর্তী আবদার গ্রামের মৃত আফতর উদ্দিনের ছেলে মো.বাসির উদ্দিন ও তার ছেলেরা প্রায় শতাধিক সন্ত্রাসী বাহিনী নিয়ে গভীর রাতে জামাল এবং তার ভাই সাদির আলমকে তাদের বাড়িতে অস্ত্রের মুখে অবরুদ্ধ করে রেখে বিরোধপূর্ণ জমিতে একটি টিনের ছাপরা তৈরি করে এবং কাঁটাতার দিয়ে জোরপূর্বক বেড়া দেয়। নিরুপায় হয়ে ৯৯৯ নম্বরে ফোন করলে শ্রীপুর থানা পুলিশ এসে ঘটনাস্থল থেকে বাসির উদ্দিনের তিন ছেলে কবির (২৭), শফিকুল ইসলাম সবি (২৫) ও সবুজকে (২৩) আটক করে।
অভিযুক্তদের বক্তব্য জানতে গেলে শফিকুল ইসলামের স্ত্রী শেফালী জবর দখলের কথা স্বীকার করে বলেন, এ জমির মালিক আমার দাদাশ্বশুর। বহুদিন ধরে দেন দরবার করেও সমাধান করতে না পেরে আমরা জমির দখল বুঝে নিয়েছি। আমাদের লোকদের পুলিশে ধরে নিয়ে গেছে।
শ্রীপুর থানর ওসি এএফএম নাসিম জানান, ঘটনাস্থল থেকে রাতে আটক তিন ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। জমি সংক্রান্ত বিষয়ে মামলা বিচারাধীন থাকায় দুই পক্ষকে আদালতের মাধ্যমে বিষয়টি সমাধানের জন্য বলা হয়েছে।