শনিবার (১৫ জুলাই) বিকেলে নড়াইলের লোহাগড়া উপজেলার কোলা প্রাইমারি স্কুল মাঠে ফুটবল খেলায় অংশ নেন মাশরাফি বিন মর্তুজা। ক্রিকেটার হলেও ফুটবল দ্য ম্যাশের খুব প্রিয়। তাইতো স্থানীয় ফুটবল খেলায় নেমে পড়তে দ্বিধা করেননি তিনি।
তবে এই ব্যস্ততার মধ্যেও খেলার মাঠের প্রতি আকর্ষণ কমেনি মাশরাফির। রাজনীতির মাঠের ব্যস্ততা খেলার মাঠ থেকে মাশরাফিকে যে বিচ্যুত করতে পারেনি, এটিই যেন তার প্রমাণ। খেলার প্রতি এই দুর্নিবার অকর্ষণ থেকে তিনি কখনও বিচ্যুত হবেন না, এমনটিই বিশ্বাস করেন ভক্তরা।
দি সাপ্তাহিক আলোর ফোয়ারা