চট্টগ্রামের মীরসরাই উপজেলার ঐতিহ্যবাহী শতবর্ষী বিদ্যাপীঠ গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে শিক্ষার্থীদের পাঠদান। পাঠ চলাকালীন ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে পড়ার আতঙ্কে থাকেন শিক্ষক–শিক্ষার্থীরা। এই বিষয়ে শঙ্কিত অভিভাবকসহ সচেতন মহল।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে ১৯১৯ সালে স্থাপিত ২১ নম্বর গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবনটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। দেয়ালের রং উঠে গেছে, পিলার, বিম ও দেয়ালে ফাটল দেখা দিয়েছে।
মেঝে ও ছাদের পলেস্তারা খসে পড়েছে। বৃষ্টি হলে শ্রেণিকক্ষে পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পাঠ চলাকালে ঝুঁকিতে থাকে শিক্ষক–শিক্ষার্থীদের জীবন।
স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় বিদ্যালয় ভবনের এই বেহাল দশা। নতুন ভবনের তিনটি কক্ষের মধ্যে একটি কক্ষ শিক্ষকদের এবং অন্য দুটি কক্ষে প্রাক্ প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান কার্যক্রম চলে। শ্রেণিকক্ষ সংকটের কারণে বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান করাতে বাধ্য হচ্ছেন শিক্ষকরা।
বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী পূজা, রিতু ও অর্ণব বলে, আমাদের শ্রেণিকক্ষ খুবই ঝুঁকিপূর্ণ। পিলার, দেয়াল ও বিমে ফাটল দেখা দিয়েছে। যেকোনো সময় ফ্যান ও পলেস্তারা খসে মাথায় পড়তে পারে। ক্লাস চলাকালে পুরোটা সময় আতঙ্কে থাকি।