চট্টগ্রামে এক ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে করা মামলায় মো. মারুফ নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে নগরের কাজীর দেউড়ি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিআরবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক বোরহান উদ্দিন প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার মারুফকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁকে আরও জিজ্ঞাসাবাদে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে আদালতে।
মামলার এজাহার অনুযায়ী, গত ২৪ জুন বিকেলে নগরের একটি আবাসন নির্মাতা প্রতিষ্ঠানের কার্যালয় থেকে অপহৃত হন প্রতিষ্ঠানটির কর্মকর্তা লোকমান হাকিম। পরে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী এমদাদুল হকের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
মুক্তিপণ না দিলে লোকমানকে খুন করার হুমকি দেওয়া হয়। শেষ পর্যন্ত দুই লাখ টাকা মুক্তিপণে রাজি হন অপহরণকারীরা। ওই দিন রাত ১২টার দিকে অপহৃত ব্যক্তির ভাই ওসমান গণির মাধ্যমে অপহরণকারীদের মুক্তিপণের দুই লাখ টাকা দেওয়া হয়। পরে রাতে অপহৃত লোকমান হাকিমকে ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনায় এমদাদুল হক বাদী হয়ে কোতোয়ালি থানায় ২৬ জুন মামলা করেন। এতে চারজনকে আসামি করা হয়। তাঁরা হলেন শাহেদ হোসাইন, কফিল উদ্দিন, শহীদুল ইসলাম ও মো. মারুফ।