আগামী ২৮ই জুলাই মুক্তি পেতে চলেছে করণ জোহর পরিচালতি ‘রকি অউর রানি কি প্রেম কহানি’। সিনেমাটিতে মুখ্য দুই চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট ও রণবীর সিং। ‘গলি বয়’-এর পরে ফের এই সিনেমায় জুটি বেঁধেছেন তারা। এদিকে সদ্য নিজের ভ্লগ তৈরি করা শুরু করেছেন আলিয়া। প্রথম ভ্লগ কাশ্মীরে আলিয়া–রণবীররে ‘তুম ক্যা মিলে’ গানের শুটিং। সেখানেই করণ ক্ষমা চেয়ে নেন আলিয়ার কাছে।
কিন্তু করণ জোহর হঠাৎ আলিয়ার কাছে ক্ষমা চেয়েছেন কেন? কারণটা আর কিছুই নয়, কাশ্মীরের জিরো ডিগ্রি তাপমাত্রায় আলিয়াকে পাতলা ফিনফিনে শিফন শাড়ি পরানোর জন্য ক্ষমা চেয়েছেন করণ। তাকে বলতে শোনা গেছে, ‘নোট করুন রণবীর পরেছিলেন একটি পাফার জ্যাকেটে, আর আলিয়া একটি শিফন শাড়ি। আমি সত্যিই দুঃখিত। এটি অন্যায় হয়েছে। কিন্তু এখানে আলিয়ার একটি পাফার জ্যাকেটে রোমান্স আছে, আরও অনেক কিছু আছে।’
আলিয়া এই ভিডিওর শিরোনামে লিখেছেন, ‘আমার প্রথম গানের ভ্লগ…। ভিডিওটির প্রথম অংশে আলিয়াকে বলতে শোনা যাচ্ছে, এটি তার মেয়ে রাহার জন্মের পর প্রথম গানের শ্যুট ছিল। এছাড়া ভিডিওতে আলিয়াকে মেক–আপ করাতে এবং কাশ্মীরের তুষারাবৃত অঞ্চলে কলাকুশলীদের সঙ্গে শুটিংয়ের প্রস্তুতি নিতে দেখা গিয়েছে।
‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমা দিয়ে ৬ বছর পর ফের পরিচালনায় ফিরছেন করণ। ইতিমধ্যেই সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে। আলিয়া ও রণবীরের পাশাপাশি সিনেমাটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমি। রয়েছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়, টোটা রায় চৌধুরীর মতো নামজাদা দুই বাঙালি অভিনেতাও।