ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার হাজীগঞ্জ চরে সাপ ধরতে গিয়ে রাসেল ভাইপার সাপের কামড়ে ইসলাম (৩২) নামের এক সাপুড়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি প্রায় ৫ ফুট লম্বা সাপটি ধরে বস্তাবন্দি করে হাসপাতালে নিয়ে আসেন।
মঙ্গলবার সকালে অজগর সাপ ভেবে সাপুড়ে ইসলাম রাসেল ভাইপার সাপ ধরতে যায়। এ সময় সাপটি আচমকা সাপুড়ের হাতে কামড় বসিয়ে দেয়।
স্থানীয়রা জানান, ফরিদপুর সদরের মুনসিবাজার এলাকার বেদেপল্লীর বাসিন্দা ইসলাম খবর পেয়ে হাজিগঞ্জ চরে সাপ ধরতে যায়। সেখানে সাপ ধরতে গিয়ে রাসেল ভাইপার সাপের কামড়ে অসুস্থ হয়ে বস্তিতে ফিরে আসেন। এরপর অসুস্থ অবস্থায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। বস্তাবন্দি সাপটি ধরে তিনি হাসপাতালে নিয়ে এসেছেন; যাতে চিকিৎসা পেতে সুবিধা হয়।
চিকিৎসকরা জানান, সাপের কামড়ে অসুস্থ ইসলামকে চিকিৎসা দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখার পর তার অবস্থা বলা যাবে।
প্রসঙ্গত, রাসেল ভাইপার সাপের কামড়ে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার টিলারচর গ্রামের বিশা প্রামাণিক (৫২) ৩৬ দিন ঢাকার দুই হাসপাতালে চিকিৎসার পর গত ১৩ এপ্রিল দুপুরে মারা যান। তিনি টিলারচর গ্রামের কৃষক ডেঙ্গুর প্রামাণিকের পুত্র।