হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরায় রাস্তায় বাঁশের বেড়া থাকায় বাড়ি থেকে গাড়ী নিয়ে বের হতে পারছেন না ৭ পরিবারের লোকেরা। এ অবস্থায় তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দুর্ভোগ রাঘবে রাস্তা থেকে বাঁশের বেড়া সরানোর দাবি জানিয়েছেন তারা।
সরেজমিন গিয়ে দেখা গেছে, বাড়ির পাশে মাটির রাস্তার উভয় দিকে বাঁশ দিয়ে বেড়া দেওয়া। প্রায় দেড় হাত রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে। রাস্তায় বেড়া থাকায় টমটম ও মিশুক গাড়ী নিয়ে বাড়ি যেতে পারছেন ওই গ্রামের মোঃ শাহজাহান মিয়াসহ ৭টি পরিবারের লোকেরা।
মোঃ শাহজাহান মিয়া জানান, রাস্তাটি দিয়ে তারা চলাচল করে আসছেন। রোজগার শেষে টমটম ও মিশুক গাড়ী নিয়ে বাড়ি ফিরতেন। কিন্তু হঠাৎ করে রাস্তায় বাঁশ দিয়ে বেড়া দেন নিকটবর্তী বাড়ির মহিউদ্দিন মানিক মিয়া। এ কারণে গাড়ী নিয়ে বাড়ি ফেরা যাচ্ছে না। তাই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ অবস্থা থেকে তিনি পরিত্রাণ চেয়েছেন।
এ প্রেক্ষিতে মহিউদ্দিন মানিক মিয়া জানান, নিজস্ব জায়গায় তিনি বেড়া দিয়েছেন। কারো রাস্তা তিনি বন্ধ করেননি। জমির পূর্বের মালিক নিরাপদ বৈদ্য বলেন, আড়াই থেকে তিন হাতের রাস্তা ছিল। এ রাস্তা বাদে তিনি জমি বিক্রি করেছিলেন। এলাকাবাসী জানালেন রাস্তা নিয়ে উভয়পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।