পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মির্জানগর গ্রামে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার সকাল ৮টার দিকে এ কর্মসূচি পালন করা হয়।
এতে মীর আব্দুল করিম কলেজের ছাত্রসহ ছত্রগাছা ও মির্জানগরের আশপাশের সব গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে আয়োজক কমিটির আহ্বায়ক মিজানুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখেন।
এ মানববন্ধনে ‘গোরস্থান বাঁচাও গ্রাম বাঁচাও’, ‘কলেজ বাঁচাও মহাসড়ক বাঁচাও’, ‘নদী বাঁধের জিও ব্যাগ রক্ষা কর’, ‘ফসলি জমি রক্ষা করো’, ‘যত্রতত্র বালু তোলা বন্ধ কর’ ও বসতবাড়ি নদীর ভাঙন থেকে বাঁচানোর দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, কিছু অসাধু চক্র সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ব্যাপক ভাঙন সৃষ্টি হয়েছে। এর ফলে চরম হুমকিতে পড়েছে মির্জানগর গোরস্থান, শতবর্ষী মীর আব্দুল করিম কলেজ, মাদ্রাসা ও কয়েকশ বসতবাড়ি। ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে শত শত বিঘা ফসলি জমি।