সিলেটে অভিযান চালিয়ে ৫৬ লাখ টাকার ভারতীয় পণ্য আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সদস্যরা। আটককৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় চিনি ও কাতান শাড়ি।
১৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী শুক্রবার প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানান, ১ থেকে ৫ জুলাই পর্যন্ত সিলেট জেলার জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা এসব পণ্য জব্দ করে। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৩২ হাজার কেজি চিনি ও ভারতীয় উন্নতমানের কাতান শাড়ি ২৮০ পিস; যার মূল্য ৫৬ লাখ টাকা।
দি সাপ্তাহিক আলোর ফোয়ারা