অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুর বাদশা প্রকাশ ননা মিয়াকে দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রাম মহানগরী থেকে গ্রেফতার করেছে র্যাব–৭ এর হাটহাজারী ক্যাম্পের সদস্যরা। রোববার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব–৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।
এর আগে শনিবার তাকে নগরীর খুলশী থানাধীন প্রত্যাশা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ননা মিয়া ফটিকছড়ি উপজেলার বেতুয়ারখীল গ্রামের অলি আহমদের ছেলে।
এ ব্যাপারে র্যাব–৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার একটি মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ননা মিয়া গ্রেফতার এড়ানোর লক্ষ্যে নগরীর খুলশী থানাধীন প্রত্যাশা আবাসিক এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। এরপর তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।