কুড়িগ্রামের চর রাজীবপুরে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে ঘোরাঘুরি করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে তাহসিন জামান (১৪) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের বড়াইডাঙ্গী জামে মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাহসিন জামান উপজেলার সদর ইউনিয়নর চর রাজীবপুর বটতলা গ্রামের প্রভাষক মনিরুজ্জামান মিলনের পুত্র। তিনি রাজীবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়র নবম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকালে তাহসিন বাড়ি থেকে বের হয়ে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে ঘোরাঘুরি করছিলেন। এ সময় মোটরসাইকলটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে পাকা সড়কে। এতে মাথা থেঁতলে ঘটনাস্থলে মৃত্যু হয় তার।
চর রাজীবপুর থানার ওসি মাজাহারুল ইসলাম বলন, নিজের মোটরসাইকেল দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।দি সাপ্তাহিক আলোর ফোয়ারা