বরিশালের গৌরনদীতে বিকট শব্দে রহস্যজনক বিস্ফোরণে হৃদয় মৃধা ওরফে রিফাত মৃধা (২২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আতিকুর রহমান শামীমের চাচাতো ভাই নাজমুল সরদারের পরিত্যক্ত ঘরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
আশঙ্কাজনক অবস্থায় রিফাতকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বরিশাল নগরীর কাউনিয়া থানাধীন সাদুর বটতলা এলাকার সোহেল মৃধার ছেলে।
বিকট শব্দে রহস্যজনক বিস্ফোরণে গোটা এলাকায় আতঙ্ক দেখা দেয়। বোমা বানাতে গিয়ে নাকি মজুদ বোমার বিস্ফোরণ ঘটেছে– তা কেউ নিশ্চিত করতে পারেনি।
পৌর কাউন্সিলর আওয়ামী লীগ নেতার দাবি, তার পুরোনো বাড়িতে তার চাচাতো ভাইয়ের পরিত্যক্ত ঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছে। তবে অনেক বছর ধরে পরিত্যক্ত ঘরে গ্যাস সিলিন্ডার থাকার কোনো আলামত পাওয়া যায়নি।
স্থানীয় লোকজন জানান, বিকট শব্দে বিস্ফোরণের খবর পেয়ে দুপুর ২টার দিকে পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে আসেন। পরে পুলিশের অতিরিক্ত সহকারী পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসেন।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. নিখিল চন্দ্র বলেন, দুপুর ২টার দিকে সামান্য আহত অজ্ঞাতনামা এক যুবক গুরুতর আহত বরিশাল নগরীর সাধুর বটতলা এলাকার হৃদয় মৃধা রিফাতকে (২২) হাসপাতালে রেখে চলে যান। রিফাতের শরীরের ৭০ শতাংশ ঝলসে গেছে। তার অবস্থার অবনতি ঘটলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে গৌরনদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. আতিকুর রহমান শামীম বলেন, খবর পেয়ে আমাদের পুরোনো বাড়িতে গিয়ে শুনতে পাই আমার চাচাতো ভাইয়ের পরিত্যক্ত ঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। চাচাতো ভাইয়েরা অনেক বছর ধরে ঢাকায় থাকেন। বিস্ফোরণে আহত বরিশালের যুবক এখানে কী কারণে এসেছিলেন তা আমি জানি না।
গৌরনদী থানার ওসি মো. আফজাল হোসেন জানান, পৌর শহরের গোবর্দ্ধন এলাকায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আতিকুল রহমান শামীমের চাচাতো ভাই নাজমুল সরদারের পরিত্যক্ত ঘরে রোববার দুপুর সাড়ে ১২টায় দিকে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে গ্যাস সিলিন্ডারের অংশবিশেষসহ বিস্ফোরণের কিছু আলামত উদ্ধার করা হয়েছে। বিস্ফোরণে আহত রিফাত মৃধাকে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বরিশাল শেরেবাংলা মেডিকেলে প্রেরণ করা হয়েছে। কিসের বিস্ফোরণ হয়েছে, তা তদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছে না।
আহত যুবক টোকাই প্রকৃতির সন্দেহ করে পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে বলে ওসি আফজাল হোসেন জানান।