প্রায় ৩২ বছর পর একত্রিত হতে চলেছেন ভারতীয় বিনোদন মহলের দুই কিংবদন্তি
অমিতাভ বচ্চন এবং রজনীকান্ত। দুজনেই নিজ নিজ ভাষার ইন্ডাস্ট্রির মেগাস্টার।
দেশ-বিদেশ জুড়ে অগুন্তি ভক্ত যাঁদের। এবার একই ছবিতে ফের মুখোমুখি
শেহেনশাহ এবং থালাইভা। ব্যাপারটা কী? একই ছবিতে দুজনের স্ক্রিন শেয়ার
ভক্তদের নস্টালজিক যে করে তুলবে তা বলাই বাহুল্য! বড় পর্দায় একত্রিত হতে
চলেছেন তাঁরা। হাম, আন্ধা কানুন এবং গেরেফতারের মতো ছবিতে স্ক্রিন স্পেস
শেয়ার করেছিলেন। তাই দেখতে দেখতে কেটে গিয়েছে ৩২ বছর। জানা যাচ্ছে,
থালাইভার ‘১৭০’ শিরোনামের আসন্ন চলচ্চিত্রে একসঙ্গে ধরা দিতে চলেছেন
রজনীকান্ত এবং অমিতাভ বচ্চন। রজনীকান্ত সম্প্রতি জেলারের শুটিং শিডিউল শেষ
করেছেন।আপাতত এখন লাল সালামের শুটিংয়ে ব্যস্ত তিনি। দুটি সিনেমার পরে, তাকে
জয় ভীম খ্যাত পরিচালক টিজে জ্ঞানভেলের আসন্ন চলচ্চিত্র ‘থালাইভার ১৭০’
ছবিতে রিইউনাইটেড হতে চলেছেন তাঁরা। ডেভেলপমেন্টের ঘনিষ্ঠ সূত্র অনুযায়ী,
ফিল্মটি লাইকা প্রোডাকশন দ্বারা ব্যাঙ্করোল করা হবে। রজনীকান্তের এই ছবিতে
একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অমিতাভ বচ্চন। এর আগে খবরে এসেছিল
যে, ভূমিকাটি পোন্নিয়ান সেলভান অভিনেতা চিয়ান বিক্রমকে দেওয়া হবে।কিন্তু
সেই চরিত্রের মালিক এখন অমিতাভ বচ্চন। রজনীকান্ত জেলারের শুটিং শেষ করেছেন।
কিংবদন্তি অভিনেতাকে এই ছবিতে জেলের মুথুভেল পান্ডিয়ানের ভূমিকায় দেখা
যাবে, যেখানে প্রিয়াঙ্কা মোহন, শিব রাজকুমার, জ্যাকি শ্রফ, রাম্যা কৃষ্ণান,
যোগী বাবু, বসন্ত রবি, বিনায়কান অভিনয় করবেন। আর ছবিতে রজনীকান্তের
বিপরীতে থাকবেন তামান্না ভাটিয়া। মালয়ালম অভিনেতা মোহনলালকেও এই ছবিতে একটি
বর্ধিত ক্যামিওতে দেখা যাবে।