ইনজুরির কারণে মাঝপথে নেইমারের ছিটকে পড়ার পর চলতি মৌসুমে পিএসজির আক্রমণভাগে নেতৃত্ব দিয়েছিলেন কিলিয়ান এমবাপে ও লিওনেল মেসি।এই দুইজনের অসাধারণ নৈপুণ্যেই শেষভাগে হাড্ডাহাড্ডি লড়াইয়ে এগিয়ে থেকে লীগ শিরোপা ঘরে তোলে প্যারিসিসিয়ানরা।
ক্লাবটির নতুন মৌসুমে পিএসজির আক্রমণভাগে আর একসঙ্গে জুটি বাঁধতে দেখা যাবেনা এই দুই মহাতারকাকে। ইতিমধ্যেই পিএসজির সঙ্গে সম্পর্ক শেষ করে আমেরিকায় পাড়ি জমিয়েছেন মেসি। তবে সেটি খুব একটা সুন্দরভাবে হয়নি। পিএসজির এই আর্জেন্টাইন গ্রেটকে বিদায় দেওয়ার প্রক্রিয়া নিয়ে বিতর্ক হয়েছে অনেক। এ বিষয়ে কোন কথা না বললেও এবার মুখ খুললেন তার ক্লাবের সতীর্থ এমবাপে,২৪ বছর বয়সী তারকা ফুটবলার লা গ্যাজেটা স্পোর্টস নামক একটি সংবাদপত্রকে জানিয়েছেন, মেসির মতো খেলোয়াড়ের আরও অনেক বেশি সম্মান প্রাপ্য ছিল।
যখন লিওনেল মেসির মতো কোনও ফুটবলার দল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে তা ক্লারে জন্য যে কতটা খারাপ দিক তা বলার অপেক্ষা রাখে না। এটা একেবারেই ভালো খবর নয়। ব্যক্তিগত ভাবে আমি বুঝতে পারছি না কেন মেসির ক্লাব ছেড়ে দেওয়ায় আনন্দ পয়েছে। মেসি বিশ্বের সেরা ফুটবলার।মেসির পিএসজি ছাড়ার খবর বেশ কিছু মানুষের আনন্দ দেখে আমাকে অবাক করেছে।
ক্লাবের উপর বিরক্ত এমবাপেও শীঘ্রই ফ্রান্স ছাড়তে চাইছেন। ফরাসি গণমাধ্যম লেকিপের খবর, সবশেষ বর্ধিত দুই বছরের চুক্তি শেষ শেষ হলে এটি আর নবায়ন করতে চান না করতে চান না ফরাসি ফরোয়ার্ড। ফ্রি এজেন্ট হয়ে খুঁজে নিতে চান ইউরাপে তার নতুন গন্তব্য। তবে পিএসজি ফ্রি এজেন্ট করে এমবাপ্পেকে ছাড়তে চায় না। লেকিপ জানিয়েছে,আর্থিক ক্ষতি সামলাতে নতুন মৌসুম শুরুর আগেই হয়তো এমবাপ্পেকে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা আছে ফরাসি ক্লাবটির।