ইলিশের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সংরক্ষণের লক্ষ্যে গত ২০ মে থেকে সাগরে মাছ শিকারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যা চলবে আগামী ২৩ জুলাই পর্যন্ত। মোট ৬৫ দিনের এ নিষেধাজ্ঞায় সাগরে মাছ শিকারে যেতে পারবেন না জেলেরা। নিষেধাজ্ঞা মেনে ভোলার লালমোহনের জেলেরা সাগরে না গিয়ে নদীতে মাছ শিকার করছেন। তবে নদীতেও নেই কাক্সিক্ষত ইলিশ। এতে করে ধার-দেনায় জড়িয়ে বোবা কান্না জেলে পরিবারগুলোতে। নদীর বর্তমান চিত্র তুলে ধরে লালমোহনের মেঘনা নদী এলাকার ধলীগৌরনগর ইউনিয়নের বাত্তিরখাল মৎস্য ঘাটের জেলে রুহুল আমিন মাঝি বলেন, শুক্রবার রাতে ১০ জেলেসহ ৬ হাজার টাকার প্রয়োজনীয় জিনিসপত্রসহ নদীতে মাছ শিকারে বের হয় তার ট্রলারটি। শনিবার দুপুরে মাছ শিকার শেষে ঘাটে ফিরেন তারা।
নদীতে গিয়ে শিকার করা মাছ ঘাটে এসে বিক্রি করে পেয়েছেন মাত্র ২২শ’ টাকা। এতে করে লাভ তো দূরের কথা লোকসান গুনতে হয়েছে অন্তত ৩৮শ’ টাকা। নদীতে কাক্সিক্ষত ইলিশ না থাকায় ইতোমধ্যেই পরিবার চালাতে গিয়ে স্থানীয় মুদি ও তেলের দোকানে তিনি দেনা হয়েছেন প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো। এ বিষয়ে লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ জানান, নদীতে এখন ইলিশ নেই বললেই চলে। এর কারণ আবহাওয়া পরিবর্তন ও নদীর নাব্য সংকট। তবে জুনের মাঝামাঝি সময়ে বৃষ্টি হলেই নদীতে আশা করছি ব্যাপক মাছ আসবে।