কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদীতে গোসল করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শেষ বর্ষের তানভীর (২৫) নামের শিক্ষার্থী নিখোঁজ ও অপর দুই শিক্ষার্থী অসুস্থ অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার দুপুরে মীর মশাররফ হোসেন সেতুসংলগ্ন গড়াই নদীতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী মাইক্রোবাসে এসে মীর মশাররফ হোসেন সেতুর নিচে গোসল করতে নামলে তাদের মধ্যে তিনজন শিক্ষার্থী গভীর পানিতে চলে যান। এ সময় তিনজনই সাঁতরে কূলে আসার চেষ্টা করলে দুজন শিক্ষার্থী একে অপরকে পানি থেকে উপরে টেনে তুললেও তানভীর নামের শিক্ষার্থী তলিয়ে যান। পরবর্তীতে অসুস্থ দুজন শিক্ষার্থীকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীরা নিখোঁজ শিক্ষার্থীকে খুঁজে না পেলে বিকাল ৫টার দিকে খুলনার ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালালেও রাত ৮টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানান তারা।
কুমারখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউস ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, পানিতে ডুবে শিক্ষার্থী নিখোঁজের সংবাদ পেয়ে তারা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান। খুঁজে না পেলে খুলনা ডুবুরি দলকে খবর দেওয়া হয়। তারা ও খুলনা ডুবুরি দল যৌথভাবে উদ্ধার কাজ করলেও এখনো পর্যন্ত শিক্ষার্থীকে খুঁজে পাওয়া যায়নি বলে জানান।
বিষয়টি জানতে কুমারখালী থানার ওসি মো. মহসীন হোসাইন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মণ্ডলকে ফোন দিলে কেউই রিসিভ করেননি।