লিওনেল মেসি। এই শতকের তো বটেই, ফুটবল ইতিহাসেরই অন্যতম সেরা তারকা। শৈল্পিক ফুটবলে পৃথিবীজুড়ে মুগ্ধ করে চলেছেন কোটি কোটি ভক্ত।প্রায় একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে জিতিয়েছেন বিশ্বকাপ। এই আর্জেন্টাইন মহাতারকা পৃথিবীর যেখানেই যান সেখানেই যে সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হবেন তা আর বলার অপেক্ষা রাখে না।
তার ইন্টার মায়ামিতে যোগদানের খবর প্রকাশ হতে না হতেই এর উত্তাপ লাগতে শুরু করেছে যুক্তরাষ্ট্র জুড়ে।এর মধ্যেই ক্লাবের সামাজিক যোগাযোগ মাধ্যমে হু হু করে বাড়ছে ক্লাবটির ফলোয়ারের সংখ্যা, দেশটিতে পড়েছে মায়ামির জার্সি কেনার ধুম। আনুষ্ঠানিক চুক্তি এখনও হয়নি। তবে লিওনেল মেসি আসছেন,এই খবরেই তোলপাড় পড়ে গেছে যুক্তরাষ্ট্রের ফুটবলে। ইন্টার মায়ামির টিকেটের দাম যেন চড়ে গেছে রকেটে। এক ধাক্কায় টিকেটের দাম বেড়ে গেছে ১ হাজার ৩৪ শতাংশ!
অনলাইন মার্কেটপ্লেস ‘টিকপিক’ জানিয়েছে, ইন্টার মায়ামির ম্যাচের সর্বনিম্ন টিকেটের দাম মঙ্গলবার ছিল ২৯ ডলার। মেসির যোগ দেওয়ার ঘোষণার পর বুধবারই সেটি হয়ে গেছে ৩২৯ ডলার। বলার অপেক্ষা রাখে না, এই দাম বাড়বে আরও।
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২১ জুলাই নতুন ক্লাবের হয়ে অভিষেক হতে পারে মেসির। সেদিনই লিগ কাপের প্রথম ম্যাচ খেলবে ইন্টার মায়ামি।
টিকপিক-এর ব্র্যান্ড ম্যানেজার কাইল জর্ন রয়টার্সকে বলেন, ইন্টার মায়ামির হয়ে মেসির ম্যাচে মেজর লিগ সকারের ইতিহাসে সবচেয়ে বেশি দামে টিকেট বিক্রি হতে পারে।