‘পুষ্পা’ সিনেমার জনপ্রিয়তার হাত ধরে রশ্মিকা মান্দানা রাতারাতি পৌঁছে যায়
লাইমলাইটে। এরপর বলিউডে প্রস্তাব তাঁর। মাত্র ২৫ বছর বয়সেই এখন ভারতের
অন্যতম জনপ্রিয় স্টার রশ্মিকা। তাঁকে বলিউডে শেষ দেখা গিয়েছিল মিশন মজনুতে।
যেখানে তিনি সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জুটিবদ্ধ হয়েছিলেন। তাঁকে
পরবর্তীতে দেখা যাবে, রণবীর কাপুরের সঙ্গে ‘এনিম্যাল’-এ। এদিকে বর্তমানে
বিজ্ঞাপনেরও পরিচিত মুখ রশ্মিকার।একাধিক পরিচিত ব্র্যান্ডের অ্যাম্বাসাডার
তিনি। এবার এই বিজ্ঞাপনের জন্যই বিপাকে পড়তে হল নায়িকাকে। মোটামুটি সবারই
জানা, অভিনয়ের জন্যে তারকাদের অনেক কিছু ত্যাগ করতে হয়। প্রয়োজনে পারিবারিক
গতে বাঁধা রীতিও। ইন্ডাস্ট্রির মধ্যে রশ্মিকা অন্যতম সংস্কারি অভিনেত্রী,
সেটাই এতদিন সবাই জানতেন। কিন্তু সম্প্রতি নায়িকার একটি বিজ্ঞাপণই তাঁকে
ফেলে দিল বিপাকে। রশ্মিকা মান্দানা জন্মগত নিরামিষভোজী। তিনি মাংসের
কোনোরকম খাবারই খান না। এদিকে যারা নিরামিষভোজী, তাঁদের কাছে ভুল করেও
আমিষের কোনও রান্না খাওয়া অপরাধ। এবার নিরামিষাশী হয়ে রশ্মিকা নিজেই
একেবারে চিকেন বার্গারে কামড় বসিয়ে দিলেন, অবশ্যই একটি বিজ্ঞাপনের
স্বার্থে। বিজ্ঞাপনটি ভাইরাল হওয়া মাত্রই নীতি পুলিশরা একেবারে রে রে করে
তেড়ে এলো। ভক্তরাও রীতিমতো ক্ষিপ্ত হয়েছেন। একটি জাঙ্ক ফুড ব্র্যান্ডের
প্রচার মূলক বিজ্ঞাপনে দেখা যাচ্ছে, তিনি চিকেন বার্গার খাচ্ছেন, তিনি
বাস্তবে একজন আমিষ ভোজী। রশ্মিকা মান্দানা ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি বিচার
করা একজন সেলিব্রিটি। অনেকেই বলেছেন, নিরামিষাশী হয়ে রশ্মিকার মোটেও এ
ধরণের বিজ্ঞাপন করা উচিত হয়নি। অভিনেত্রীকে নিন্দা ছাড়াও, রশ্মিকা তীব্র
কটাক্ষেরও সম্মুখীন হয়েছেন।যেখানে নেটিজেনরা দাবি করেছেন যে, যিনি নিজেই
বাস্তব জীবনে এটি খায় না, তিনিই প্রচারের স্বার্থে ভক্তদের অস্বাস্থ্যকর
খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন? এরপর তাঁরা অভিনেত্রীকে কটাক্ষ করে বলেন,
এইসব সেলিব্রিটিরা অর্থের জন্য সবকিছু করতে পারেন।