নতুন গান নিয়ে আসছে বিশ্বজুড়ে আলোচিত কে-পপ ব্যান্ড বিটিএস। ব্যান্ড থেকে সদস্যরা বিরতি নেওয়ার পর প্রথম কোনো দলীয় গানের ঘোষণা দিল বিটিএস।
বিটিএসের এজেন্সি বিগহিট মিউজিক জানিয়েছে, বিটিএসের ১০ম বছর পূর্তি উপলক্ষে ‘টেক টু’ শিরোনামে গানটি আগামী ৯ জুন প্রকাশিত হবে। ১৩ জুন দশক পেরিয়ে ১১ বছরে পা ফেলছে বিটিএস। গানটির প্রযোজনায় যুক্ত রয়েছেন সুগা, সুর বেঁধেছেন আরএম ও জে-হোপ। তাঁরা ছাড়াও বাকি সদস্যরাও গানের সঙ্গেই রয়েছেন।
গানটি নিয়ে বিগহিট মিউজিকের বিবৃতিতে বলা হয়, এক দশক ধরে বিটিএসের পাশে থাকার জন্য গানটির মাধ্যমে ভক্তদের ধন্যবাদ জানানো হবে।
দি সাপ্তাহিক আলোর ফোয়ারা