ভারতে নানা
বিতর্ক আর সমালোচনার মধ্যে গত রোববার নতুন সংসদ ভবন উদ্বোধন করা হয়েছে।
পুরোনো সংসদ ভবনের পাশে ৬৪ হাজার ৫০০ বর্গমিটার এলাকাজুড়ে এর অবস্থান। নতুন
ভবনটিতে আছে একটি বড় কনস্টিটিউশন হল, সংসদ সদস্যদের জন্য একটি লাউঞ্জ,
একটি লাইব্রেরি, কয়েকটি কমিটি কক্ষ, খাওয়ার জায়গা ও গাড়ি পার্কিং এলাকা।
ত্রিভুজাকৃতির এ ভবন চারতলাবিশিষ্ট। তবে পার্লামেন্ট ভবনটি নিয়ে শুরু থেকেই
নানা বিতর্ক আর সমালোচনা চলছে। এমনকি অনেকগুলো বিরোধী দল উদ্বোধনী
অনুষ্ঠানে অংশ নেয়নি।
ভারতের নতুন পার্লামেন্ট ভবনটি দেখতে কেমন, ভেতরে কী আছে, তা ছবিতে দেখে নেওয়া যাক—










