আপনি যদি বার্গারপ্রেমী হন, তাহলে একটি ভালো মানের বার্গারের জন্য কত খরচ করতে প্রস্তুত আছেন? ১৫০, ২০০, ৩০০ কিংবা হাজার টাকা। কিন্তু একটি বার্গারের দাম যদি হয় প্রায় ৭৫ হাজার টাকা, তাহলে যে কারও চোখ নিশ্চয়ই কপালে উঠবে।
এমনই একটি ‘দামি’ বার্গার মিলবে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যে। সেখানকার একটি রেস্তোরাঁ নতুন এক চিজবার্গার বাজারে আনতে যাচ্ছে। ওই বার্গারের দাম ৭০০ ডলার। বাংলাদেশি মুদ্রায় তা ৭৪ হাজার ৯০০ টাকার বেশি (প্রতি ডলার ১০৭ টাকা ধরে)।
মার্কিন ওই রেস্তোরাঁর নাম ড্রুরি বিয়ার গার্ডেন। ফিলাডেলফিয়ার মিডটাউন ভিলেজে চালু হচ্ছে রেস্তোরাঁটি। উদ্যোক্তারা আশা করছেন, মূলত বার্গারপ্রেমীদের জন্য পছন্দের জায়গা হবে রেস্তোরাঁটি।
কিন্তু একটি বার্গারের এত দাম কেন? কী দিয়ে বানানো হবে এই বার্গার? এ বিষয়ে বিয়ার গার্ডেন রেস্তোরাঁর মালিকদের একজন জর্জ টিসিওরিস বলেন, বার্গারটিতে রয়েছে আয়ারল্যান্ডে তৈরি বেশ পুরোনো পনির। আরও রয়েছে মধু, তাজা কালো ট্রাফলি (বিশেষ ধরনের মাশরুম), গ্রিল করা লবস্টার। আর এ বার্গারের নাম ওয়াগয়ু স্টেক বার্গার।
জর্জ টিসিওরিস বলেন, ‘বিশ্বজুড়ে অসংখ্য মানুষের প্রিয় খাবারের তালিকায় রয়েছে বার্গার। আমরা গ্রাহকদের পাতে অসাধারণ, সৃজনশীল ও মজাদার খাবার তুলে দিতে পারব, এটা ভেবে আমরা বেশ আনন্দিত।’
শিগগিরই চালু হতে যাচ্ছে রেস্তোরাঁটি। চলছে শেষ সময়ের প্রস্তুতির কাজ। এরপরই গ্রাহকেরা ৭৫ হাজার টাকার বিনিময়ে আইরিশ পনির মেশানো বার্গারের স্বাদ নিতে পারবেন।