সাগরে সব ধরনের মাছ শিকারে ৬৫ দিনের সরকারি নিষেধাজ্ঞা শুরু হয়েছে। শনিবার থেকে আগামী ২৩ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। মাছ সংরক্ষণ ও প্রজননের জন্য এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তাই চট্টগ্রাম, পটুয়াখালী, সাতক্ষীরা, বরিশাল, চাঁদপুরসহ উপকূলীয় এলাকার জেলেরা নৌযান নিয়ে তীরে ফিরেছেন।
নিষেধাজ্ঞার সময় সব বাণিজ্যিক মৎস্য ট্রলারের সমুদ্রে যাওয়া বন্ধ রাখা হবে। যান্ত্রিক ও আর্টিসানাল মৎস্য নৌযান ঘাটে নোঙর করা থাকবে। নিষেধাজ্ঞা কার্যকরে স্থানীয় প্রশাসনের পাশাপাশি সাগরে কোস্ট গার্ড ও নৌবাহিনী টহল কার্যক্রম পরিচালনা করবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। শুক্রবার মধ্যরাতেই গভীর সাগর থেকে নৌযান নিয়ে চট্টগ্রামের আনোয়ারা, বাঁশখালী, সন্দ্বীপ এবং নগরীর বিভিন্ন ঘাটে জেলেরা ফিরে এসেছেন।
দি সাপ্তাহিক আলোর ফোয়ারা