কদম ফুলের সলাজ বদন
আগলে রেখেছে আষাঢ় বর্ষণ
সুরভি ঝরিছে আচল বাহিয়া
প্রেমিক কোয়েল মজিছে নাহিয়া
সাজিল কোাকিল বরের ভূষণে
মাখিবে সোহাগ অধর চুমনে
তুলিল কুজন মাতিল বিজন
চাহিয়া দেখিল নয়নে নয়ন
মলয়া আসিলা নাচিয়া গাহিয়া
কিরণ ব্যাপীল হেলিয়া দুলিয়া
লাজুক অধর কাঁপিয়া উঠিছে
সোহাগ ঝরাবে বদন মাতিছে
অস্ফুট বচনে নিটোল ললাটে
আঁকিতে চাহিছে ফোঁটার আকারে
অধরে জাগিছে অবাাধ আমেজ
বাঁধিতে নাহিরে শকতি ধিরাজ
লগন লেগেছে মহেন্দ্র যোজন
প্রত্যাশী পার্বণ অমূল্য রতন
পুজিকা আগত যোগিনী সম্ভ্রমে
মিলনে মগন হইবে জনমে
প্রকাশ হইবে গোপন সম্পদ
বাঁধিয়া রাখিছে সহিয়া আপদ
যতন করিতে ষোড়শ বসন্ত
নবীন কান্ডারী সাগর অশান্ত
হৃদয়ে সম্পদ ভাষায় নাহিরে
আছেকি কারণ দেখাতে বাহিরে?
হৃদয়ে হৃদয়ে বাজিবে যখন
দরদী দরদ বুঝিবে তখন
ভঙ্গিমা কেবল বাহ্যিক ভজন
হৃদয় তাহাতে কতটা মগন!
হৃদিস্থ প্রণয় আঁখেতে ধরেনা
মানস আকাশ বিহনে হবেনা।
হৃদয় কমল ফুঁটিল গোপনে
তুলিবে কেমনে নাবসে আসনে
আসন পাতিয়া রেখেছে প্রণয়ী
প্রেমিক সুজন শোভন বিনয়ী
রসের ফোয়ারা প্রবাহে সজনী
ভাসাবে আজিকে দুর্লভ রজনী
মুদিত আঁখিতে দেখিবে দোহারে
ভাসিছে উভয় আনন্দ পাথারে
এমন করিয়া শতেক বসর
বহিয়া চলুক নাহিক কদর
কালের চাইতে মিলন সফল
বুঝেছি একাজ নহেত বিফল
সময় বহিয়া যতই চলুক
মিলনে মধুর ততই ক্ষরুক
বিধাতা কহিছে করিয়া দর্শন
স্বার্থক হইল জীবের সৃজন
প্রকৃতি মোদের কহিছে বারতা
প্রেমিক যেজন তিনিই বিধাতা
তাড়না যাতনা যতই বাড়ুক
বিশ্বাস তাহাতে অটল রাখুক।
সকল জীবন স্বার্থক তখন
স্বার্থক হইবে ধৈর্য্যরে দহন
জানিবে তাঁহাকে মোদের মতন
মানিতে হয়েছে ভূমিতে পতন
সকল অবাধ্য জাতের লাগিয়া
প্রেমিক মসীহ বেহেশত ত্যাজিয়া
গোলাম বেশেতে তিক্ততা খাইয়া
পাপের মাশুল দিলেন চুকিয়া
তিনিই প্রেমিক নিখুঁত মোদের
স্বেচ্ছায় দিলেন মুক্তির দুয়ার
চিনিয়া যাহারা বাধিল তাঁহারে
স্বামীত পাইল জগৎ উপরে
প্রেমিক জানেন প্রেমের খবর
বিরাগ তাহাতে দেখিল গোমোর
নির্মল অন্তরে প্রেমিক চলেন
অসাধু তাহাতে কুরব কহেন।
তবুও সুজন হাসিয়া শুধান
কুশল বলুন প্রীতির ভাজন
বসিয়া রয়েছি তোমার কারণ
যখনি পাইব করিব ধারণ
ধুইয়া মুছিয়া প্রেমের শোণিতে
বসাব আসনে পিতার পরতে
রাজত্ব করিবে ধীমান লইয়া
আত্মার প্রভাবে বলিষ্ঠ হইয়া
সকল সাধুর একই নিশানা
মসীহ ঈসাতে গেড়েছে আস্তানা
বিজয়ী পতাকা উড়িয়ে চলেন
মুক্তির উপায় সবারে বলেন।
স্বদেশ বিদেশ প্রভুর আদেশ
হইবে প্রচার মুক্তির আবেশ
মসীহ থাকেন চালাতে সবারে
দাঁড়িয়ে আছেন সবার দুয়ারে।
সুযোগ এসেছে সবার লাগিয়া
কেহই রবেনা পিছনে পড়িয়া
প্রশংসা সংগীত গাওহে সভায়
প্রশান্তি হয়েছে পতিত ধরায়।
আগলে রেখেছে আষাঢ় বর্ষণ
সুরভি ঝরিছে আচল বাহিয়া
প্রেমিক কোয়েল মজিছে নাহিয়া
সাজিল কোাকিল বরের ভূষণে
মাখিবে সোহাগ অধর চুমনে
তুলিল কুজন মাতিল বিজন
চাহিয়া দেখিল নয়নে নয়ন
মলয়া আসিলা নাচিয়া গাহিয়া
কিরণ ব্যাপীল হেলিয়া দুলিয়া
লাজুক অধর কাঁপিয়া উঠিছে
সোহাগ ঝরাবে বদন মাতিছে
অস্ফুট বচনে নিটোল ললাটে
আঁকিতে চাহিছে ফোঁটার আকারে
অধরে জাগিছে অবাাধ আমেজ
বাঁধিতে নাহিরে শকতি ধিরাজ
লগন লেগেছে মহেন্দ্র যোজন
প্রত্যাশী পার্বণ অমূল্য রতন
পুজিকা আগত যোগিনী সম্ভ্রমে
মিলনে মগন হইবে জনমে
প্রকাশ হইবে গোপন সম্পদ
বাঁধিয়া রাখিছে সহিয়া আপদ
যতন করিতে ষোড়শ বসন্ত
নবীন কান্ডারী সাগর অশান্ত
হৃদয়ে সম্পদ ভাষায় নাহিরে
আছেকি কারণ দেখাতে বাহিরে?
হৃদয়ে হৃদয়ে বাজিবে যখন
দরদী দরদ বুঝিবে তখন
ভঙ্গিমা কেবল বাহ্যিক ভজন
হৃদয় তাহাতে কতটা মগন!
হৃদিস্থ প্রণয় আঁখেতে ধরেনা
মানস আকাশ বিহনে হবেনা।
হৃদয় কমল ফুঁটিল গোপনে
তুলিবে কেমনে নাবসে আসনে
আসন পাতিয়া রেখেছে প্রণয়ী
প্রেমিক সুজন শোভন বিনয়ী
রসের ফোয়ারা প্রবাহে সজনী
ভাসাবে আজিকে দুর্লভ রজনী
মুদিত আঁখিতে দেখিবে দোহারে
ভাসিছে উভয় আনন্দ পাথারে
এমন করিয়া শতেক বসর
বহিয়া চলুক নাহিক কদর
কালের চাইতে মিলন সফল
বুঝেছি একাজ নহেত বিফল
সময় বহিয়া যতই চলুক
মিলনে মধুর ততই ক্ষরুক
বিধাতা কহিছে করিয়া দর্শন
স্বার্থক হইল জীবের সৃজন
প্রকৃতি মোদের কহিছে বারতা
প্রেমিক যেজন তিনিই বিধাতা
তাড়না যাতনা যতই বাড়ুক
বিশ্বাস তাহাতে অটল রাখুক।
সকল জীবন স্বার্থক তখন
স্বার্থক হইবে ধৈর্য্যরে দহন
জানিবে তাঁহাকে মোদের মতন
মানিতে হয়েছে ভূমিতে পতন
সকল অবাধ্য জাতের লাগিয়া
প্রেমিক মসীহ বেহেশত ত্যাজিয়া
গোলাম বেশেতে তিক্ততা খাইয়া
পাপের মাশুল দিলেন চুকিয়া
তিনিই প্রেমিক নিখুঁত মোদের
স্বেচ্ছায় দিলেন মুক্তির দুয়ার
চিনিয়া যাহারা বাধিল তাঁহারে
স্বামীত পাইল জগৎ উপরে
প্রেমিক জানেন প্রেমের খবর
বিরাগ তাহাতে দেখিল গোমোর
নির্মল অন্তরে প্রেমিক চলেন
অসাধু তাহাতে কুরব কহেন।
তবুও সুজন হাসিয়া শুধান
কুশল বলুন প্রীতির ভাজন
বসিয়া রয়েছি তোমার কারণ
যখনি পাইব করিব ধারণ
ধুইয়া মুছিয়া প্রেমের শোণিতে
বসাব আসনে পিতার পরতে
রাজত্ব করিবে ধীমান লইয়া
আত্মার প্রভাবে বলিষ্ঠ হইয়া
সকল সাধুর একই নিশানা
মসীহ ঈসাতে গেড়েছে আস্তানা
বিজয়ী পতাকা উড়িয়ে চলেন
মুক্তির উপায় সবারে বলেন।
স্বদেশ বিদেশ প্রভুর আদেশ
হইবে প্রচার মুক্তির আবেশ
মসীহ থাকেন চালাতে সবারে
দাঁড়িয়ে আছেন সবার দুয়ারে।
সুযোগ এসেছে সবার লাগিয়া
কেহই রবেনা পিছনে পড়িয়া
প্রশংসা সংগীত গাওহে সভায়
প্রশান্তি হয়েছে পতিত ধরায়।