আগের পাঁচ ম্যাচের দুটিতে হার, একটিতে ড্র! মৌসুমের শেষ দিকে এসে দলের এমন বাজে এই পারফরম্যান্সের কারণে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসরের সৌদি প্রো লিগের শিরোপা স্বপ্ন অনেকটাই ধূসর হয়ে গিয়েছিল। এই অবস্থায় শিরোপা-স্বপ্নটা বাঁচিয়ে রাখতে পরশু আল নাসরের সামনে একটা রাস্তাই খোলা ছিল—জয়। আল তাইয়ের বিপক্ষে আল নাসরকে সেই প্রয়োজনীয় জয়টা এনে দিয়েছেন রোনালদো। ক্যারিয়ারে অসংখ্যবার কঠিন সমীকরণের ম্যাচে জ্বলে উঠা রোনালদো পরশুও জ্বলে উঠে আল নাসরকে উপহার দিয়েছেন ২-০ গোলের জয়।
দলকে জেতাতে নিজে একটা গোলও করেছেন তিনি। আল তাইয়ের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকেন রোনালদোরা। গোলের সুযোগও তৈরি করছিল আল নাসর। কিন্তু গোলের মুখ খুলতে পারছিল না। অবশেষে ৫২ মিনিটে সেই কাজটা করেন রোনালদো। পেনাল্টি থেকে গোল করে পর্তুগিজ তারকা প্রথম লিড এনে দেন দলকে। তার এই গোলেই জয়ের পথে হাঁটছিল আল নাসর। কিন্তু এক গোলের ভরসা কি! ৮০ মিনিটে সেই ভরসা এনে দেন অ্যান্ডারসন তালিস্কা। দারুণ এক গোল করে ব্যবধান ২-০ করেন তিনি। রোনালদোর এই জয়ের দিনে পয়েন্ট তালিকার এক নম্বরে থাকা আল ইত্তিহাদ পয়েন্ট খুঁইয়েছে।
সৌভাগ্য কাকে বলে! টাকার বস্তা নিয়ে লিওনেল মেসির পেছনে লেগে থাকা আল হিলালের মাঠে গিয়ে ২-২ গোলে ড্র হতাশায় পুরেছে আল ইত্তিহাদ। যার ফল, রোনালদোদের আল নাসরের শিরোপা স্বপ্নটা আবার উজ্জ্বল। শীর্ষে থাকা আল ইত্তিহাদের চেয়ে এখন তারা মাত্র ৩ পয়েন্টে পিছিয়ে। ২৭ ম্যাচে আল ইত্তিহাদের পয়েন্ট ৬৩, সমান ম্যাচে দুইয়ে থাকা আল নাসরের পয়েন্ট ৬০। লিগে বাকি আরও তিনটি করে ম্যাচ।