মাইন (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি) বিস্ফোরিত হয়ে মঙ্গলবার দুই সেনা সদস্য নিহত হওয়ার একদিন পর বুধবার (১৭ মে) বিকেলে একই ধরনের বিস্ফোরণে স্থানীয় দুজন ত্রিপুরা গ্রামবাসী হতাহত হয়েছে।
বান্দরবানের রুমা উপজেলার সেলুপিপাড়া এলাকায় এই বিস্ফোরণের ঘটনায় নিহতের নাম জুয়েল ত্রিপুরা (২৭)। একই ঘটনায় আহত হয়েছে আব্রাহাম ত্রিপুরা (৩৫)। তারা দুজনই রুমা উপজেলার রেমাক্রি-প্রাংশা ইউনিয়নের বাসিরাম পাড়ার বাসিন্দা।
নিহত জুয়েল ও আহত আব্রাহামের বাবা গুলিচান ত্রিপুরা জানান, মঙ্গলবার তারা মাল পরিবহন করার শ্রমিক হিসেবে সেনাবাহিনীর সঙ্গে যায়। বুধবার দুই ভাই বাড়িতে ফিরে আসার পথে কেএনএফ-এর পুঁতে রাখা মাইন বিস্ফোরণে তারা গুরুতর আহত হয়।
ঘটনাস্থল রুমা উপজেলার আওতাধীন হলেও থানচি উপজেলা সদর কাছাকাছি হওয়ায় দ্রুত তাদেরকে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জুয়েল ত্রিপুরাকে মৃত ঘোষণা করেন।
বিস্ফোরণে আহত আব্রাহাম ত্রিপুরাকে সংকটাপন্ন অবস্থায় বান্দরবান সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ডা. মোহাম্মদ আবদুল্লাহ আল নোমান।
তিনি জানান, বিস্ফোরণে তাদের ফুসফুস মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।