আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দাম নিম্নমুখী হয়েছে। সোমবার (১৫ মে) শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) তেলবীজটির সরবরাহ মূল্য আরেক দফা হ্রাস পেয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
এতে জানানো হয়, সর্বকালের সর্বোচ্চ সয়াবিন উৎপাদনের পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। এতে বিশ্ববাজারে তেলবীজটির দর চাপে পড়েছে।
চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে সিবিওটিতে সয়াবিনের দরপতন ঘটেছে শূন্য দশমিক ১ শতাংশ। প্রতি বুশেলের মূল্য স্থির হয়েছে ১৩ ডলার ৮৮ সেন্টে। আগের কর্মদিবসে যা নিষ্পত্তি হয় ১৩ দশমিক ৯৭ ডলারে।
দি সাপ্তাহিক আলোর ফোয়ারা