পতীত আদম বংশে আজ পর্যন্ত কোনো মহামানবের জন্ম হয়েছে কি? তবে অগণীত ছদ্মবেশী ও ভন্ড প্রতারকের পরিচয় জানতে পাবেন হেথা। আদম সবংশে প্রতারিত আর তাদের ত্রাণ করার জন্য এক চূড়ান্ত মাশুল পরিশোধ করেছেন খোদাবন্দ হযরত ঈসা মসিহ। কেবল বিশ্বাসহেতু বিশ্বের তাবৎ গুনাহগার ফিরে পেয়েছে সত্যিকারের মানুষের অধিকার যা তাদের দেয়া হয়েছে জন্মলগ্ন থেকে! (পয়দায়েশ ১ : ২৬-২৮, মথি ২০ : ২৮, ইশাইয়া ৬৪ : ৬)