বেজে উঠেছে হৃদয়ে আমার
জীবন বাণীগুলো
সাহস যোগায় ভুলে যেতে
মনের সকল কালো
শক্তি যোগায়, প্রেম যোগায়
যোগায় অনুভূতি
ধার্মিক কেহ নেই যে ভবে
সবার একই গতি।
শরিয়তের মাঝে রয়েছে লেখা
খুটি নাট সব
ফাঁকি দেবার উপায় কভু
খুঁজে নাহি পাব
শরিয়ত যেন গৃহ শিক্ষক
পথ দেখিয়ে চলে
পথের অন্তে মঞ্জিল পাবে
পাক-কালামে বলে
পাক-কালামের প্রত্যেকটি কথা
নির্ভরযোগ্য হয়
অসীম জ্ঞানের পারাবার থেকে
তা ঝরণার মত বয়
শিক্ষা দান আর চেতনা জাগাতে
তুলনা তার নেই
অসৎ লোকদের সত্যে চালাতে
দৃষ্টান্ত হাজার পাই
খোদার লোক যেন তাতে
যোগ্য হতে পারে
পথ-ভুলো আর হারান সন্তান
ফিরাবে পিতার ঘরে।
সে কারণে সকল ব্যবস্থা
করলেন মসীহ নিজে
পতিত জনের সকল সাধনা
লাগেনি কোন কাজে
মসীহ হলেন জীবন কালাম
মানব রূপ নিয়ে
সকল পাপীর প্রায়শ্চিত্ত হবে
তাঁর রক্ত দিয়ে
গুনাহের বোঝা হটাতে কভু
গুনাহগার নাহি পারে
শরিয়ত মারেফত যতই ঘটুক
তবু পরে থাকে তিমিরে
যিশাইয় নবী সে কারণে
বলেছেন সত্য কথা
খোদার কাছে আবর্জনা
মানবের ধার্মিকতা
ইউহোন্না তাই ঘোষণা দিলেন
খোদার মেষ দেখে
ঈসা মসীহ তাদের নাজাৎদাতা
যারা ঈমান রাখে
ঈমান ছাড়া কোন লোকের
মুক্তি কভু হয়?
খোদার অপার করুণায় তা
কর্মে সম্ভব নয়।
এ কথাটি আমার নয়
ইঞ্জিল শরীফে পাবে
মনের দুয়ার খুলে দিলে
মসীহ আপন হবে
কেননা তিনি দোষ দেখাতে
আগত নন ভবে
মৃতদেহে প্রানের সঞ্চার
তাঁরই ছোয়ায় হবে।
জীবন বাণীগুলো
সাহস যোগায় ভুলে যেতে
মনের সকল কালো
শক্তি যোগায়, প্রেম যোগায়
যোগায় অনুভূতি
ধার্মিক কেহ নেই যে ভবে
সবার একই গতি।
শরিয়তের মাঝে রয়েছে লেখা
খুটি নাট সব
ফাঁকি দেবার উপায় কভু
খুঁজে নাহি পাব
শরিয়ত যেন গৃহ শিক্ষক
পথ দেখিয়ে চলে
পথের অন্তে মঞ্জিল পাবে
পাক-কালামে বলে
পাক-কালামের প্রত্যেকটি কথা
নির্ভরযোগ্য হয়
অসীম জ্ঞানের পারাবার থেকে
তা ঝরণার মত বয়
শিক্ষা দান আর চেতনা জাগাতে
তুলনা তার নেই
অসৎ লোকদের সত্যে চালাতে
দৃষ্টান্ত হাজার পাই
খোদার লোক যেন তাতে
যোগ্য হতে পারে
পথ-ভুলো আর হারান সন্তান
ফিরাবে পিতার ঘরে।
সে কারণে সকল ব্যবস্থা
করলেন মসীহ নিজে
পতিত জনের সকল সাধনা
লাগেনি কোন কাজে
মসীহ হলেন জীবন কালাম
মানব রূপ নিয়ে
সকল পাপীর প্রায়শ্চিত্ত হবে
তাঁর রক্ত দিয়ে
গুনাহের বোঝা হটাতে কভু
গুনাহগার নাহি পারে
শরিয়ত মারেফত যতই ঘটুক
তবু পরে থাকে তিমিরে
যিশাইয় নবী সে কারণে
বলেছেন সত্য কথা
খোদার কাছে আবর্জনা
মানবের ধার্মিকতা
ইউহোন্না তাই ঘোষণা দিলেন
খোদার মেষ দেখে
ঈসা মসীহ তাদের নাজাৎদাতা
যারা ঈমান রাখে
ঈমান ছাড়া কোন লোকের
মুক্তি কভু হয়?
খোদার অপার করুণায় তা
কর্মে সম্ভব নয়।
এ কথাটি আমার নয়
ইঞ্জিল শরীফে পাবে
মনের দুয়ার খুলে দিলে
মসীহ আপন হবে
কেননা তিনি দোষ দেখাতে
আগত নন ভবে
মৃতদেহে প্রানের সঞ্চার
তাঁরই ছোয়ায় হবে।