অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা যতই উপকূলের দিকে এগোচ্ছে, ততই দেশের নতুন নতুন এলাকার ঝুঁকি বাড়ছে। চট্টগ্রাম ও কক্সবাজারের পর বরিশাল বিভাগেও শক্তিশালী ঝোড়ো হাওয়া ও জলোচ্ছ্বাসের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার সকাল থেকেই এসব এলাকায় মোখার অগ্রভাগের প্রভাবে বৃষ্টি ও দমকা বাতাস শুরু হতে পারে। তবে রাজধানী ঢাকায় ঝড়ের প্রভাব আসতে আসতে দুপুর গড়াতে পারে। আর ঘূর্ণিঝড়ের প্রভাব সবচেয়ে কম পড়তে পারে উত্তরাঞ্চলে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, রোববার দুপুরে রাজধানীর বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হতে পারে। বৃষ্টি চলবে রাত পর্যন্ত। সে সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে বাতাস বইতে পারে। তবে রাজধানীতে প্রভাব খুব বেশি পড়বে না। এর আগে ২০২১ সালে ঘূর্ণিঝড় ইয়াসে ঢাকায় ৮০ থেকে ১০০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যায়।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহিনুর ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এর আগে সিডর, আইলা, ইয়াসের মতো শক্তিশালী ঘূর্ণিঝড়গুলো মূলত দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল দিয়ে উপকূলে প্রবেশ করেছিল। সেসব ঝড়ের প্রভাবে ঝোড়ো হাওয়ার পাশাপাশি বৃষ্টি ঝরে সারা দেশে। ঢাকাতেও আমরা ভারী বৃষ্টি ও দমকা হাওয়া পেয়েছিলাম। কিন্তু মোখা দেশের কক্সবাজার উপকূলের পাশ দিয়ে যাচ্ছে। ফলে ঢাকা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত এর প্রভাব ধীরে ধীরে কমতে থাকবে। ঢাকায় দুপুর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও কয়েক ঘণ্টার জন্য দমকা হাওয়া ছাড়া তেমন কোনো প্রভাব পড়বে না।’
ঘূর্ণিঝড়ের প্রভাবে এরই মধ্যে কক্সবাজারসহ উপকূলীয় বিভিন্ন জেলায় বৃষ্টি ও হাওয়া বইতে শুরু করেছে। সকাল থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, শনিবার দিবাগত মধ্যরাতেই এই ঝড়ের অগ্রভাগের প্রভাব উপকূলে পড়তে শুরু করেছে। তার ফলে বৃষ্টি ও হালকা বাতাস বইছে। সকাল ৯টার দিকে ঝড়ের অগ্রভাগ উপকূলে উঠে এলে ঝোড়ো হাওয়া শুরু হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদেরা বলছেন, এই ঘূর্ণিঝড়ের প্রভাব সবচেয়ে কম পড়তে পারে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোয়। রাজশাহী ও রংপুর বিভাগ এবং টাঙ্গাইল, নেত্রকোনা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়ায় শনিবার তাপপ্রবাহ বয়ে গেছে। তবে বৃষ্টি বাড়লে তাপপ্রবাহের এলাকা কমে আসতে পারে। মেঘ-বৃষ্টি বেড়ে অধিকাংশ এলাকায় তাপমাত্রা কমতে পারে।
দেশের যেসব এলাকার মানুষ গরমে কষ্ট পাচ্ছেন, তাঁদের জন্য সুসংবাদ দিয়েছে আবহাওয়া দপ্তর। ঘূর্ণিঝড়ের অগ্রভাগে থাকা মেঘ এরই মধ্যে দেশের অর্ধেকের বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে। ফলে সামগ্রিকভাবে রোববার দিনের তাপমাত্রা ২ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।