প্রেমের কুঠুরী গুনিয়া দেখিও
হাজারো রঙ্গের মিলন পাইবে
কখনো স্বপ্নীল কখনো বাস্তব
নির্বাক বদনে চাহিয়া থাকিও
করুণা তোমাকে বাঁধিবে আঁচলে
ঘুরিবে শততঃ আঁখির সঙ্কেতে
মুক্তির প্রয়াস যতই করিবে
বুদ্ধির বৈকল্য ততই মানিও
কুঠুরী পরেতে কুঠুরী সাজায়ে
চলেছে তোমারে আমারে নাচায়ে
দেখেছি যখন ছিলনা তখন
খুলিতে বাঁধন শকতি রতন
অবাক বিস্ময়ে চাহিতে পারিবে
বিবেক তোমার বধির রহিবে
চিবুক নিয়ত কাঁপিতে থাকিবে
নির্বাক যন্ত্রণা দহন করিবে
তখন ভাবিলে নিরাশ নয়নে
শোকের উত্তাপ জ্বালাবে দহনে
সময় থাকিতে আজিকে সবুজ
করিতে ভাবনা থেকনা অবুঝ
আমরা পেয়েছি সংসার উভয়
একাল ওকাল হয়েছে বিজয়
শকতি মোদের ছিলনা কখনো
মসীহ করুণা ঢেলেছে এহেন
জগতে সবাই পতিত জানিয়া
মসীহ এসেছে ভবেতে নামিয়া
দুনিয়া মাঝারে তেমন স্বজন
পাবেনা কোথাও খুঁজিয়া ফিরিয়া
নির্ভয়ে ছুটিয়া আসহে ভাইয়া
পাইবে প্রমাণ বেঠিক কহিনা
সকল ব্যাথির একই ঠিকানা
মসীহে মিলনে বিফল হবেনা।
পাইবে পিতার সোহাগ জীবনে
বইবে আলোর মশাল জাহানে
নবীন জোয়ান সবার উদয়ে
স্বর্গের আবেশ পতিত ভুবনে।
হাজারো রঙ্গের মিলন পাইবে
কখনো স্বপ্নীল কখনো বাস্তব
নির্বাক বদনে চাহিয়া থাকিও
করুণা তোমাকে বাঁধিবে আঁচলে
ঘুরিবে শততঃ আঁখির সঙ্কেতে
মুক্তির প্রয়াস যতই করিবে
বুদ্ধির বৈকল্য ততই মানিও
কুঠুরী পরেতে কুঠুরী সাজায়ে
চলেছে তোমারে আমারে নাচায়ে
দেখেছি যখন ছিলনা তখন
খুলিতে বাঁধন শকতি রতন
অবাক বিস্ময়ে চাহিতে পারিবে
বিবেক তোমার বধির রহিবে
চিবুক নিয়ত কাঁপিতে থাকিবে
নির্বাক যন্ত্রণা দহন করিবে
তখন ভাবিলে নিরাশ নয়নে
শোকের উত্তাপ জ্বালাবে দহনে
সময় থাকিতে আজিকে সবুজ
করিতে ভাবনা থেকনা অবুঝ
আমরা পেয়েছি সংসার উভয়
একাল ওকাল হয়েছে বিজয়
শকতি মোদের ছিলনা কখনো
মসীহ করুণা ঢেলেছে এহেন
জগতে সবাই পতিত জানিয়া
মসীহ এসেছে ভবেতে নামিয়া
দুনিয়া মাঝারে তেমন স্বজন
পাবেনা কোথাও খুঁজিয়া ফিরিয়া
নির্ভয়ে ছুটিয়া আসহে ভাইয়া
পাইবে প্রমাণ বেঠিক কহিনা
সকল ব্যাথির একই ঠিকানা
মসীহে মিলনে বিফল হবেনা।
পাইবে পিতার সোহাগ জীবনে
বইবে আলোর মশাল জাহানে
নবীন জোয়ান সবার উদয়ে
স্বর্গের আবেশ পতিত ভুবনে।