চলতি বছরে বড় আকারের ধাক্কা খেতে পারে জার্মানির ক্ষুদ্র ব্যবসা ও দোকানিরা।
দেশটির জাতীয় রিটেইল সংস্থা হ্যান্ডেলসবারব্যান্ড ডয়েচল্যান্ড এই তথ্য জানিয়েছে।
সংস্থাটি বলছে, ২০২৩ সালে নয় হাজারের মতো দোকান ও ক্ষুদ্র ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে।
সরকারি উপাত্তে দেখা গেছে, ২০২১ সালে জার্মানির জিডিপিতে রিটেইল খাতের
অবদান ছিল ১৭ শতাংশ। জার্মানির জিডিপিতে যা তৃতীয় বৃহৎ খাত হিসেবে দাঁড়ায়।
দি সাপ্তাহিক আলোর ফোয়ারা