বিখ্যাত মার্কিন ম্যাগাজিন ‘টাইম’-এর ‘সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি’র তালিকায় ২০১৮ সালেই জায়গা করে নিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। এবার ম্যাগাজিনটির প্রচ্ছদে উঠে এলেন তিনি। শুধু তাই নয়, তাকে অভিহিত করা হয়েছে ‘গ্লোবাল স্টার’ বা বৈশ্বিক তারকা হিসেবে। ‘টাইম’-এর নতুন প্রচ্ছদ করা হয়েছে তাকে দিয়ে। এতে বলা হয়েছে, বলিউডকে বিশ্বের কাছে নয়, বরং বলিউডের কাছে বিশ্বকে নিয়ে আসতে চেয়েছেন দীপিকা। বিশেষ ফটোশুটের সঙ্গে দীপিকাকে নিয়ে বিশাল প্রতিবেদন ছেপেছে ‘টাইম’। সেখানে তাকে ভারতের সবচেয়ে জনপ্রিয় ও সর্বোচ্চ সম্মানীপ্রাপ্ত অভিনেত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে। অস্কারের গেল আসরের মঞ্চে উপস্থিত ছিলেন দীপিকা। ভারতীয় ছবি ‘আরআরআর’-এর গান ‘নাটু নাটু’ এবার সেরা মৌলিক গানের পুরস্কার জিতেছে। এই গান অস্কারের মঞ্চেও বিশেষভাবে পারফর্ম করা হয়। তার আগে গানটি নিয়ে কথা বলেন দীপিকা। এ ছাড়া তথ্যচিত্র বিভাগেও ভারতের ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারস’ পুরস্কার জেতে।
দীপিকা বলেন, ‘আমার মনে হয়, শুধু একটি গান ও তথ্যচিত্রের জন্য অস্কার জিতে আমাদের সন্তুষ্ট হওয়া উচিত না। এটাকে আমরা বড় একটা সুযোগ হিসেবে দেখতে পারি।’ দীপিকার হাতে বর্তমানে একাধিক বড় প্রজেক্ট রয়েছে। এর মধ্যে হৃতিক রোশনের সঙ্গে ‘ফাইটার’, প্রভাস ও অমিতাভ বচ্চনের সঙ্গে ‘প্রজেক্ট কে’ উল্লেখযোগ্য।