মৃত্যুর দুবছর পর ফের বড়পর্দায় আসছেন সুশান্ত সিং রাজপুত। তবে নতুন কোনো ছবিতে নয়, ফের একবার মুক্তি পাচ্ছে সুশান্তের ক্যারিয়ারের সব থেকে হিট ছবি এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি। একসঙ্গে তিনটি ভাষায় প্রযোজকরা রি-রিলিজ করতে চলেছে ধোনির বায়োপিক। কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত তা নিয়ে মুখে কুলুপ নির্মাতাদের। তবে বলিউড বলছে, জুলাই মাস সুশান্তর জন্মমাস। তাকে শ্রদ্ধা জানাতেই এই বিশেষ আয়োজন।
দি সাপ্তাহিক আলোর ফোয়ারা