অসুস্থ ছিলেন বেশ কিছু দিন ধরেই। সোমবার (৮ মে) বিকেল পৌনে ৬টার দিকে ভারতের একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন সাহিত্যিক সমরেশ মজুমদার।
বয়স হয়েছিলর ৭৯ বছর। অনিমেষ চতুষ্ক সমরেশ রচিত চারটি অবিস্মরণীয় উপন্যাস। উপন্যাসগুলি হলো- ‘উত্তরাধিকার’, ‘কালবেলা’, ‘কালপুরুষ’ এবং মৌষলকাল। কালবেলা নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেন পরিচালক গৌতম ঘোষ। সাহিত্যকৃতির জন্য সাহিত্য আকাডেমি পুরস্কার-সহ একাধিক সম্মাননা পেয়েছেন তিনি।
প্রাথমিক শিক্ষা জলপাইগুড়ি জেলা স্কুলে। ষাটের দশকের গোড়ায় কলকাতায় এসেছিলেন তিনি। ভর্তি হয়েছিলেন স্কটিশ চার্চ কলেজের বাংলা (সাম্মানিক) স্নাতক বিভাগে। এরপর স্নাতকোত্তর সম্পন্ন করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে।
দি সাপ্তাহিক আলোর ফোয়ারা