বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন হয় অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। তবে কিছু কিছু বিষয় দাগ কাটে মানুষের মনে, স্থায়ীভাবে ঠাঁই পায় ইতিহাসে। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২ মে। ফিরে দেখা যাক উল্লেখযোগ্য কী ঘটেছিল এই দিনে। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।
সময়টা ১৯৪৫ সাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের পথে। জার্মানি-ইতালি-জাপানের মিলিত শক্তি চরমভাবে বিপর্যস্ত। ওই বছরের এ দিনে জার্মানির রাজধানী বার্লিনে ঢুকে পড়ে সোভিয়েত রেড আর্মি। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পতন ঘটে জার্মানির একনায়ক অ্যাডলফ হিটলারের।
বিশেষত সাগরের পানিতে পারমাণবিক বর্জ্য মেশানো, তিমি ও সিল শিকারের প্রতিবাদে কাজ করে এটি। ১৯৭৮ সালের এ দিনে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে নৌযানটি।