ভারতে এতদিন গরমে পুড়ে যাচ্ছিল দেশটির পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। এখন পুড়ছে উত্তর ও দক্ষিণ ভারতের বেশ কিছু রাজ্য। তবে এপ্রিলের শেষেও প্রবলভাবে বরফ পড়ছে কাশ্মীর, লাদাখ, হিমাচল ও উত্তরাখন্ডে। উত্তরাখন্ডে কেদারনাথ মন্দিরের দরজা খুলে গেছে। কিন্তু যাত্রীদের সেখানে যেতে দেওয়া হচ্ছে না। কারণ সেখানে এখন বরফ পড়ছে। শুধু কেদারনাথেই নয়, গঙ্গোত্রী, যমুনেত্রী, বদ্রীনাথেও বরফ পড়ছে।

দি সাপ্তাহিক আলোর ফোয়ারা