চলতি বছরের এপ্রিলে মুক্তি পেয়েছে ভারতীয় চলচ্চিত্রের তামিল অভিনেত্রী সামান্থা রুথ প্রভু অভিনীত দক্ষিণী ছবি ‘শকুন্তলম’। বক্স অফিসে এখনো তেমন সাড়া জাগাতে না পারলেও চর্চায় আছেন সামান্থা নিজে। কারণ এ ছবির জন্য অসম্ভব পরিশ্রম করেছিলেন দক্ষিণী তারকা অভিনেত্রী।
শুধু বিরল রোগের সঙ্গে লড়াই নয়, ছবিতে নিজের চরিত্রের জন্য শারীরিক পরিবর্তন করতেও হয়েছে এ অভিনেত্রীকে।
শুধু তাই নয়, চরিত্রের জন্য পরেছেন ৩০ কেজির শাড়ি। সেই ভারি শাড়ি পরে প্রায় এক সপ্তাহ ধরে শুটিংও করেছিলেন অভিনেত্রী। এমনকি ছবিতে নিজের চরিত্রের জন্য নিজের সুঠাম শারীরিক গঠনকেও জলাঞ্জলি দিতে হয়েছিল তাকে।
‘দ্য ফ্যামিলি ম্যান–২’ ওয়েব সিরিজ়ের মাধ্যমে বলিউডে হাতেখড়ি সামান্থার। ওই সিরিজ়ে নিজের চরিত্রের জন্য প্রচুর শারীরিক কসরত করে সুঠাম দেহ গঠন করেছিলেন সামান্থা। এদিকে ‘শকুন্তলম’ ছবির জন্য ওই বাইসেপ ও অ্যাবসকেই জলাঞ্জলি দেওয়ার নির্দেশ পেয়েছিলেন অভিনেত্রী।
ছবির পরিচালক গুণশেখর বলেন, ছবি করার আগে আমি সামান্থাকে জানিয়েছিলাম যে, চরিত্রের জন্য তাকে শারীরিক গঠন কিছুটা বদলাতে হবে। সেই কারণে সামান্থা আমার কাছ থেকে কিছুটা সময় চেয়েছিলেন।
পরিচালক বলেন, আমার ছবির জন্য, ‘শকুন্তলম’-এর জন্য আমি অন্য কোনো অভিনেত্রীর কথা ভাবিইনি। সামান্থাই আমার প্রথম ও শেষ পছন্দ ছিলেন।
কবি কালীদাসের নাটক ‘অভিজ্ঞান শকুন্তলম’ অবলম্বনে বাঁধা হয়েছে ‘শকুন্তলম’ ছবির চিত্রনাট্য। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সামান্থা, মহারাজা দুষ্মন্তের চরিত্রে আছেন দক্ষিণী অভিনেতা দেব মোহন।