ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের সেনাপ্রধান পাভলো কিরিলেনকো জানিয়েছেন, ইউক্রেনের পূর্বঞ্চলীয় শহর স্লোভিয়ানস্কে ভয়াবহ রুশ ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৫ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।
তিনি জানান, রুশ বাহিনী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ দিয়ে স্থানীয় সময় শুক্রবার বিকাল ৪টার দিকে এ হামলা চালিয়েছে। এসব হামলায় ৫টি অ্যাপার্টমেন্ট ভবন এবং পাঁচটি বাড়ি ধ্বংস হয়ে গেছে।
তবে স্থানীয় এক স্বাস্থ্য কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, কমপক্ষ্যে ৭ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া ধবংসস্তূপের নিচে এক শিশু চাপা পড়ে আছে। উদ্ধারকর্মীরা এখনও অভিযান চাণিয়ে যাচ্ছেন।
এক টেলিগ্রামবার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া আবাসিক এলাকায় বর্বরোচিত হামলা চালিয়েছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে হতাহতের সংখ্যা বাড়ছে।
জেলেনস্কি আরো বলেন, প্রকাশ্য দিবালোকে এভাবে বেসামরিক লোকজনকে হত্যার মাধ্যমে রাশিয়া তার আসল চেহারাটা আবারও বিশ্ববাসীকে দেখালো।